Bashirhat News : দুই শিশু উদ্ধারের রহস্য ভেদ, গ্রেফতার বাংলাদেশী পাচারকারী বাবা

দুই শিশু উদ্ধারের রহস্য ভেদ, গ্রেফতার বাবা। বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশের গাবড্ডা সীমান্তের ঘটনা। গত ২১ সেপ্টেম্বর, দুই শিশু অবৈধ ভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। বছর ৭-এর নঈম কলু এবং বছর ৫-এর মোস্তাকিনকে উদ্ধার করে স্বরূপনগর থানায় নিয়ে আসা হয়। সাথে তাদের বাবা নাজিম কলু-কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, সন্তানদের ভারতে পাচার করে মোটা টাকায় বিক্রির উদ্দেশ্য ছিল নাজিম কলু-র। সে আন্তর্জাতিক শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত বলেই মনে করছে পুলিশ। নাবালক বাচ্চা দুটিকে সল্টলেকের সরকারি হোমে রাখার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। বাংলাদেশ সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। 

Share this Video

দুই শিশু উদ্ধারের রহস্য ভেদ, গ্রেফতার বাবা। বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশের গাবড্ডা সীমান্তের ঘটনা। গত ২১ সেপ্টেম্বর, দুই শিশু অবৈধ ভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। বছর ৭-এর নঈম কলু এবং বছর ৫-এর মোস্তাকিনকে উদ্ধার করে স্বরূপনগর থানায় নিয়ে আসা হয়। সাথে তাদের বাবা নাজিম কলু-কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, সন্তানদের ভারতে পাচার করে মোটা টাকায় বিক্রির উদ্দেশ্য ছিল নাজিম কলু-র। সে আন্তর্জাতিক শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত বলেই মনে করছে পুলিশ। নাবালক বাচ্চা দুটিকে সল্টলেকের সরকারি হোমে রাখার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। বাংলাদেশ সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। 

Related Video