নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন তৃণমূল কাউন্সিলর

ভোটের আগে কথা দিয়েছিলেন তেমনি ভোটের ফলাফল ঘোষণার পর মডেল ওয়ার্ড বানাতে কাজ শুরু করলেন ৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস-এর কাউন্সিলর। পরিবেশবিদরা অনেকদিন ধরেই পরিবেশ দূষণের বিরোধিতা করে চলেছে। 

/ Updated: Mar 04 2022, 09:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভোট মিটতেই নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন কাউন্সিলর। ভোটে জয়ী হওয়ার পরই এই বিশেষ উদ্যোগ নেন তিনি। দৃশ্য দূষণ রোধ করতেই এই ব্যবস্থা করেন তিনি। ব্যারাকপুরে ৭ নম্বর ওয়ার্ডে দেখা গেল এমনই ছবি। রাস্তা আবার আগের মতো করে তুলতেই তাঁর এই উদ্যোগ। ভোটের আগে কথা দিয়েছিলেন তেমনি ভোটের ফলাফল ঘোষণার পর মডেল ওয়ার্ড বানাতে কাজ শুরু করলেন ৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস-এর কাউন্সিলর। পরিবেশবিদরা অনেকদিন ধরেই পরিবেশ দূষণের বিরোধিতা করে চলেছে। জয়দীপ দাস শুক্রবার দৃশ্য দূষণ বন্ধ করতে নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন। বহুদিন ধরে মানুষ এবং পরিবেশ প্রেমিকরা বলছেন চারিদিকে ব্যানার-পোস্টারে ভরে গিয়েছে, তাতে দৃশ্য দূষণ হচ্ছে। রাজনৈতিক দলগুলি ভোটের সময় চারিদিকে পোস্টার ব্যানারে ছেয়ে ফেলে ভোট হয়ে যাওয়ার পরও সেগুলি রাস্তা বাড়ি সব জায়গায় থাকে। কিন্তু ব্যারাকপুরে ৭ নম্বর দেখা গেল অন্য এক দৃশ্য এই এলাকায় তৃণমূল প্রার্থী বিজয়ী জয়দীপ দাস ভোটে জিতেছেন। জেতার পর তিনি তার পোস্টার-ব্যানার হোডিং খুলে রাস্তা আবার আগের মত পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলছেন।