অভিনব উদ্যোগ বাবার এক ভক্তের, রাজ্যে রাজ্যে চারা গাছ বসিয়ে পৌঁছাবেন বাবাধাম

এই শ্রাবণ মাসে দেশের বিভিন্ন জায়গা থেকে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালতে বাবাধামের উদ্দেশ্যে রওনা দেয়, তবে বাবাধাম যাওয়ার পথে সবুজায়নের উদ্যোগ নিয়েছে শিলিগুড়ির উত্তম চ্যাটার্জী

/ Updated: Aug 16 2022, 12:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শ্রাবণ মাস মানেই ভোলেবাবার মাস | এই মাসে দেশের বিভিন্ন জায়গা থেকে শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালতে বাবাধামের উদ্দেশ্যে রওনা দেয় | শিলিগুড়ি বিধান রোডের এক ব্যবসায়ী উত্তম চট্টোপাধ্যায় ও সপরিবারে রওনা দেয় | তবে তিনি নিয়েছেন এক অভিনব উদ্যোগ | তিনি ও তার পরিবার চারা গাছগুলি লাগিয়ে  লাগিয়ে বাবার দরবারে পৌঁছাবেন | পশ্চিমবঙ্গ,বিহার ও ঝাড়খন্ড এই তিনটি রাজ্যে তিনি  চারা গাছ লাগাবেন | তিনি জানান 'বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তারই মোকাবিলাই তার এই ছোট্ট চেষ্টা' |