পৌরসভার জল পেলেও মিটছে না জলের চাহিদা, পানীয় জলের সমস্যায় দিন কাটছে হলদিয়ার মানুষদের

  • যশ এবং বানের জলে জলমগ্ন হয়ে পড়ে হলদিয়ার একাধিক এলাকা
  • পরে সেই জল নেমে গেলেও পিছু ছাড়ছে না খাবার জলের সমস্যা
  • পানীয় জলের সমস্যায় দিন কাটছে এখন সেখানকার মানুষদের
  • চরম সমস্যার মধ্যে এখন দিন কাটছে সেখানকার মানুষদের

Share this Video

যশ (Yaas) এবং বানের জলে জলমগ্ন হয়ে পড়ে হলদিয়ার একাধিক এলাকা। পরে সেই জল নেমে গেলেও পিছু ছাড়ছে না খাবার জলের সমস্যা। পানীয় জলের সমস্যায় দিন কাটছে এখন সেখানকার মানুষদের। বানের জল ঢুকে খারাপ হয়ে গিয়েছে টিউবওয়েল। অনেকে আবার সেখানে জল কিনে খাচ্ছেন। পৌরসভার জল পেলেও তাতে মিটছে না জলের চাহিদা। চরম সমস্যার মধ্যে এখন দিন কাটছে সেখানকার মানুষদের। 

Related Video