আলোর উৎসবে নেই আলোর দেখা, অর্থ সঙ্কটে দিন কাটছে কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের

  • করোনা ও লকডাউনে দীর্ঘদিন কাজ ছিলনা মৃৎশিল্পীদের
  • করোনা সঙ্কট এখন বেশ কিছুটা কাটেছে
  • তবে কাটেনি এখনও অর্থ সঙ্কট, জানালেন কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা
  • এক নজরে দেখে নিন কি জানাচ্ছেন তাঁরা
/ Updated: Nov 11 2020, 05:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আলোর উৎসব দীপাবলি। আর এই উৎসবে প্রতিবছর সকলের বাড়ি সেজে ওঠে প্রদীপে। আর এই আলোর উৎসবেই যেন এবার আলোর দেখা নেই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের। প্রতি বছরই দীপাবলির আগে প্রচুর পরিমাণে প্রদীপের চাহিদা থাকে। তবে এবার করোনার কারণে সেই চাহিদা অনেকটাই কম বলে জানাচ্ছেন সেখানকার মৃৎশিল্পীরা। আর সেই চিন্তাতেই মাথায় হাত পরেছে তাদের।  অন্যান্যবারের মত এবার এবার বায়রের তেমন খোদ্দের নেই সেখানে। অন্যবার এখানকার প্রদীপ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে ব্যাপক চাহিদা থাকে তবে এবার সেই চাহিদা তেমন নেই বললেই চলে। আর সেই কারণেই চরম আর্থিক সঙ্কটে ভুগছেন শিল্পীরা।