আগামী সপ্তাহেই সরকারি ভাবে দ্বার উদঘাটন, সাগর মেলার প্রস্তুতি এখন তুঙ্গে

এসে গেল গঙ্গাসাগর মেলা। আগামী ৮ জানুয়ারি সাগরদ্বীপে কপিলমুনির মন্দিরের পাদদেশে প্রতিবছরের মত এবছরও গঙ্গাসাগর মেলার দ্বার উদঘাটন হবে সরকারি ভাবে। সেই কারণে এখন মোলা প্রাঙ্গনে চরম ব্যস্ততা। বৃষ্টির মধ্যেই কাজের অগ্রগতি দেখতে হাজির হলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সহ জেলার অন্যান্য আধিকারিকরা। 
 

/ Updated: Jan 04 2020, 02:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এসে গেল গঙ্গাসাগর মেলা। আগামী ৮ জানুয়ারি সাগরদ্বীপে কপিলমুনির মন্দিরের পাদদেশে প্রতিবছরের মত এবছরও গঙ্গাসাগর মেলার দ্বার উদঘাটন হবে সরকারি ভাবে। সেই কারণে এখন মোলা প্রাঙ্গনে চরম ব্যস্ততা। বৃষ্টির মধ্যেই কাজের অগ্রগতি দেখতে হাজির হলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সহ জেলার অন্যান্য আধিকারিকরা। 

এবারের মেলায় অন্তত ৩০ লক্ষ পূণ্যার্থীর আগমন হবে বলে আশা করছে জেলা প্রশাসন। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মেলায় রাখা হচ্ছে বিভিন্ন ধরনের নিরাপত্তা বলয়। এবারের মেলায় সাদাহ্য নেওয়া হচ্ছে  ডিজিটাল প্রযুক্তিরও। মুড়ি গঙ্গার নাব্যতা বাড়াতে ড্রেজিং এর কাজ ৯৫ শতাংশ হয়ে গেছে বলে জেলা প্রশাসন সূত্রে দাবি করা হচ্ছে। এছাড়াও গঙ্গাসাগর মেলায় যাতায়াতের জন্য থাকছে তিন হাজারেরও বেশি বাসের ব্যবস্থা। প্লাস্টিক মুক্ত ইকো ফ্রেন্ডলি মেলা গড়ে তোলার লক্ষ্যেই এগোচ্ছেন জেলা প্রশাসনের কর্তারা। তবে ইতিনমধ্যে মেলায় বহু পূণ্যার্থী আসতে শুরু করেছেন। ভিড় এড়াতে সাগরে ডুব দিয়ে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে বাড়িও ফিরে যাচ্ছেন তাঁরা।