Bikaner Guwahati Express derails: দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী

ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় ইতিমধ্যেই শেষ হয়েছে উদ্ধারকার্য। বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধারকার্য। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। উদ্ধারকার্য শেষ হওয়ার পর শুরু হয় লাইন পরিষ্কারের কাজ। ক্রেনে করে শুরু হয় বগি সরানোর কাজও। শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী।

/ Updated: Jan 14 2022, 02:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আচমকাই বিকট শব্দ করে লাইন থেকে ছিটকে যায় পাটনা-গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির ডোমোহনিতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ১২টি কামরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধার কার্য। উদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কার্য। বৃহস্পতিবার রাতভর চলে উদ্ধার কার্য। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। উদ্ধার কাজ শেষ হওয়ার পর শুরু হয় লাইন পরিষ্কারের কাজ। কীভাবে ঘটে এই ঘটনা তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই নিহতদের পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা রেলের। আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর নেন এই ঘটনার। ভবিষ্যতে যাতে এমন ভয়াবহ দুর্ঘটনা না হয় তারজন্য দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে রেল কর্তৃপক্ষ। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান রেলমন্ত্রীও।