বাগুইহাটি কাণ্ডের ছায়া এবার ইলামবাজারে, ফের মুক্তিপন চেয়ে ছাত্র খুন
ফের মুক্তিপণের দাবিতে খুন করা হল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে, এবার ঘটনাস্থল বীরভূমের ইলামবাজার অঞ্চলে, খুনিকে গ্রামবাসীরা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে |
মুক্তিপণের দাবিতে খুন করা হল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে | মৃত সৈয়দ সালাউদ্দিন শেখ আসানসোলের একটি মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল | সালমান শেখ নামে এক দুষ্কৃতী সালাউদ্দিনের বাবাকে মুক্তিপণের জন্য ৩০ লক্ষ টাকা চায় | এরপর সালাউদ্দিনের বাবা থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সালাউদ্দিনকে খুন করে সালমান | সালাউদ্দিনের গলার নলি কেটে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় | জেলা পুলিশ সুপার জানান 'ধৃত সালমান খুনের কথা স্বীকার করে নিয়েছেন'| তবে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তদন্ত করছে পুলিশ |