চা চক্রে গিয়ে ভাঙল মঞ্চ, একটুর জন্য রক্ষা পেলেন দিলীপ ঘোষ
Dec 5, 2020, 4:57 PM IST
সামনেই ভোট আর তারে আগে একের পর এক কর্মসূচী করতে দেখা যাচ্ছে কখনও বিজেপি আর কখনও তৃণমূলকে। কিছুদিন ধরেই চা চক্রের মঞ্চে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। সেখানে গিয়ে তাঁকে প্রতিদিনই বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। এবার সেখানেই ঘটল দুর্ঘটনা। সেখানে ভেঙে পড়ল চা চক্রের মঞ। মঞ্চের ওপরে দিলীপ ঘোষ সহ অনেক বিজেপি নেতারাই ছিলেন। সবাইকে নিয়ে ভেঙে পড়ে মঞ্চ। তবে তাতে দিলীপ ঘোষের কিছু হয়নি বলেই জানা গিয়েছে।