North 24 Pargana : হাতে ঢুকেছিল আস্ত লোহার রড! ডাক্তারদের চেষ্টায় হাত ফিরে পেলেন যুবক
হাতে ঢুকেছিল আস্ত একটা লোহার রড। রক্তাক্ত অবস্থায় মেডিকার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হলে জানা যায় হাতের হাড় সমেত ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ খানিকটা অংশ। শরীরের মধ্যে লোহার রড ঢুকে যাওয়ায় প্রাথমিকভাবে হাত কেটে বাদ দেওয়াই একমাত্র উপায় বলে মনে হয়েছিল। কিন্তু ডান হাত বাদ গেলে খাবে কী? যন্ত্রণায় ছটফট করতে করতেও চিন্তার ভাঁজ পড়ে ৩০ বছর বয়সী সুজয় চক্রবর্তীর কপালে।
ডঃ উদীপ্ত রায় জানিয়েছেন বহুদিন পর এত কঠিন কেস এসেছে হাসপাতালে। রডটি বের করতে একটি মেটাল কাটারের সাহায্য নিতে হয়েছিল তাঁদের যার ফলে বেশ কিছু টিস্যু পুড়ে গিয়েছিল। রড ঢোকার কারণে আগে থেকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল চামড়া ও ক্ষতস্থানের আশেপাশের বেশ খানিকটা অংশের টিস্যু। তবে জিআই অস্ত্রোপচার বিভাগের অভিজ্ঞ ডাক্তাররা এবং মেডিকার কেয়ার টিমের সকলের একযোগে প্রচেষ্টাই এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে।