পুরুলিয়ার বাজারে বলির জন্য দেদার বিক্রি হচ্ছে পশু
সময়ের সঙ্গে বহু জায়গায় বন্ধ হয়েছে পশু বলি প্রথা। পুরুলিয়ায় তবে আজও চলে আসছে এই প্রথা। শ্রাবণ সংক্রান্তির মনসা পুজোয় আজও সেখানে বলি হয়। বলির সেই পশুই দেদার বিক্রি হচ্ছে পুরুলিয়ার হাটে বাজারে। বাজারে পশু কিনতে ভিড়ও চোখে পড়ার মত।
সময়ের সঙ্গে বহু জায়গায় বন্ধ হয়েছে পশু বলি প্রথা। পুরুলিয়ায় তবে আজও চলে আসছে এই প্রথা। শ্রাবণ সংক্রান্তির মনসা পুজোয় আজও সেখানে বলি হয়। বলির সেই পশুই দেদার বিক্রি হচ্ছে পুরুলিয়ার হাটে বাজারে। বাজারে পশু কিনতে ভিড়ও চোখে পড়ার মত।