এবার নিয়োগের দাবিতে বিক্ষোভে ২০০৯ টেট উত্তীর্ণ চাকরি পার্থীরা
মঙ্গলবার বারাসত DPSC অফিসের সামনে ২০০৯ টেট উত্তীর্ণ চাকরি পার্থীরা বিক্ষোভ করে, তাদের দাবি তারা প্রত্যেকেই যোগ্য প্রার্থী,তা সত্ত্বেও তাদের প্রথম প্যানেলে নাম আসেনি | আজ ১৩ বছর ধরে তারা বঞ্চিত
মঙ্গলবার বারাসত DPSC অফিসের সামনে ২০০৯ টেট উত্তীর্ণ চাকরি পার্থীরা বিক্ষোভ করে | উত্তর ২৪ পরগনা ২০০৯ বঞ্চিত নন জয়েনিং প্রাথমিক শিক্ষল-শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয় | তাদের দাবি তারা প্রত্যেকেই যোগ্য প্রার্থী,তা সত্ত্বেও তাদের প্রথম প্যানেলে নাম আসেনি | আজ ১৩ বছর ধরে তারা বঞ্চিত | হাইকোর্টের নির্দেশ শূন্যপদ ফেলে রাখা যাবে না তা পূরণ করতে হবে,প্রায় ৮০০ র বেশি শূন্যপদ থাকলেও তাদের চাকরি হচ্ছে না | অনেকবার আশ্বাস পেলেও কাজের কাজ হয়নি বলে জানান তারা | সব প্রশাসনিক প্রধানের কাছে অনুরোধ জানাতেই এই কর্মসূচি নেয় বিক্ষোভকারীরা