কেউ ছাড় পাবে না,চিদম্বরম প্রসঙ্গে মন্তব্য় দিলীপের

  • চিদম্বরমের গ্রেফতারিতে উদ্বিগ্ন মমতা
  • দিলীপ বললেন, এবার কেউ ছাড় পাবে না
  • রাজ্য়েও দুর্নীতির তদন্তের আশ্বাস
  • সিবিআইয়ের হাত ধরে যোগ্য় সাজার কথা দিলীপের

Share this Video

চিদম্বরমের গ্রেফতারিতে উদ্বিগ্ন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দিলীপ বললেন, এবার আর কেউ ছাড় পাবে না। রাজ্য়েও বিভিন্ন দুর্নীতির তদন্ত হবে। সিবিআই, ইডির হাত ধরে দেশের বিভিন্ন দুর্নীতির কারিগরদের যোগ্য় সাজা হবে। দেশের মানুষের জানবার ইচ্ছে ছিল জল,স্থল, অন্তরীক্ষে এত দুর্নীতি হয়েছে তার প্রতিবিধান কেন হয়নি। কেন দোষীরা সাজা পায়নি। এবার সব দুর্নীতির তদন্ত হবে। যারা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি টাকা তছরুপ করেছে কেন তাদের রেয়াত করা হয়েছে। পশ্চিমবঙ্গে সারদা, নারদা চিটফান্ডের মামলায় যে টাকা লুঠ হয়েছে তারও তদন্ত হওয়া উচিত।

Related Video