'বিজেপি করলেই মাথা কেটে নেব', কাটমানি বিক্ষোভের মধ্যেই হুমকি পোস্টার, দেখুন ভিডিও

  • বর্ধমান শহরের বটতলা এলাকার ঘটনা
  • বিজেপি কর্মীদের বাড়িতে হুমকি পোস্টার
  • তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল
     
/ Updated: Jun 30 2019, 07:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'বিজেপি করলে মাথা কেটে নেব' - সাদা কাগজে নীল কালিতে লেখা এমন পোস্টার ঘিরেই তীব্র চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকায়। চারজন বিজেপি সমর্থকের বাড়ির দেওয়ালে এই পোস্টার দেখা যায়ে। শনিবার রাতেই সেগুলি লাগানো হয়েছে বলে অনুমান এলাকার বাসিন্দাদের। সকালে পোস্টারগুলি নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল আশ্রিত দূষ্কৃতীরা এই পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ বিজেপির। যে বিজেপি কর্মীদের বাড়িতে এই পোস্টার লাগানো হয়েছে, তাঁরা সকলেই এই ঘটনায় আতঙ্কিত। দলীয় নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছেন ওই বিজেপি কর্মীরা। অভিযোগ, এলাকার বিজেপি কর্মীদের নিয়মিত হুমকি দিচ্ছেন তৃণমূলের কর্মী, সমর্থকার। ঘটনার খবর পেয়ে এ দিন

 এলাকায় আসেন বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শ্যামল রায়। 

দিন কয়েক আগেই এই এলাকায়  তৃণমূল নেতা পূর্ণেন্দু চট্টোপাধ‍্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই নেতাকেও বিজেপি কর্মীরা কাটমানি ফেরানোর চাপ দিচ্ছিল বলে অভিযোগ। তৃণমূল নেতাকে খুনের অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, তৃণমূল নেতা খুনের ঘটনার পর থেকেই বিজেপি সমর্থকদের অনেকেই ঘরছাড়া। রাতে পুলিশ এসে বাড়ি বাড়ি তল্লাশি করছে। আতঙ্কে গ্রামের পুরুষরা বাইরে লুকিয়ে রয়েছে। অনেকেই এলাকায় ফিরতে পারছেন না। 

যদিও এই হুমকি পোষ্টারের মারার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের বক্তব্য, বিজেপি এই পোস্টার লাগিয়ে শাসক দলের উপরে দোষ চাপাচ্ছে।