Bhadu Puja : ভাদ্রমাস জুড়ে ঘরে ঘরে লোকগানের মাধ্যমে চলে ভাদুর আরাধনা

পুরুলিয়ায় ভাদ্র সংক্রান্তিতে একসময় ব্যাপক জনপ্রিয়তা ছিল ভাদু পুজোর। কথিত আছে, পঞ্চকোট রাজা নীলমণি সিংদেও-এর তৃতীয় কন্যা ভদ্রাবতীর অকাল মৃত্যু হয়। এরপরই রাঢ় বাংলায় ভাদু পুজোর সূচনা করে পঞ্চকোটের রাজ পরিবার। পুরুলিয়ার ঝালদায় ভাদু পুজোর প্রচলন বহুদিনের। ভাদু পুজো সাধারণত মেয়েরাই করে থাকেন। ভাদ্রমাস জুড়ে ঘরে ঘরে লোকগানের মাধ্যমে ভাদুর আরাধনা চলে। ভাদ্র সংক্রান্তিতে হয় ভাদুর পুজো। এদিন রাতভর বাড়িতে বাড়িতে চলে হুল্লোড়, নাচগান, দেদার খাওয়া দাওয়া। ভাদু পুজোয় নানা মিষ্টির সঙ্গে দেওয়া হয় জিলিপি। এই পুজো বিশ্বকর্মা পুজোর আগেরদিন হয়।

/ Updated: Sep 17 2022, 06:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুরুলিয়ায় ভাদ্র সংক্রান্তিতে একসময় ব্যাপক জনপ্রিয়তা ছিল ভাদু পুজোর। কথিত আছে, পঞ্চকোট রাজা নীলমণি সিংদেও-এর তৃতীয় কন্যা ভদ্রাবতীর অকাল মৃত্যু হয়। এরপরই রাঢ় বাংলায় ভাদু পুজোর সূচনা করে পঞ্চকোটের রাজ পরিবার। পুরুলিয়ার ঝালদায় ভাদু পুজোর প্রচলন বহুদিনের। ভাদু পুজো সাধারণত মেয়েরাই করে থাকেন। ভাদ্রমাস জুড়ে ঘরে ঘরে লোকগানের মাধ্যমে ভাদুর আরাধনা চলে। ভাদ্র সংক্রান্তিতে হয় ভাদুর পুজো। এদিন রাতভর বাড়িতে বাড়িতে চলে হুল্লোড়, নাচগান, দেদার খাওয়া দাওয়া। ভাদু পুজোয় নানা মিষ্টির সঙ্গে দেওয়া হয় জিলিপি। এই পুজো বিশ্বকর্মা পুজোর আগেরদিন হয়।