রেল লাইনে খুন তৃণমূল নেতা, শাসক দলের নিশানায় পুলিশই, দেখুন ভিডিও

  • ব্যান্ডেল স্টেশনের ঘটনা
  • তৃণমূল নেতা দিলীপ রামের মৃত্যু
  • বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ
  • রবিবার ব্যান্ডেল এবং চুঁচুড়া বনধের ডাক তৃণমূলে

/ Updated: Jun 29 2019, 05:15 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ব্যান্ডেল স্টেশন চত্বরে সকালবেলা গুলি করে খুন করা হল তৃণমূল নেতাকে। নিহত নেতার নাম দিলীপ রাম। এই ঘটনায় বিজেপি-র দিকে আঙুল তোলার পাশাপাশি পুলিশের ভূমিকাতেই প্রবল ক্ষুব্ধ শাসক দল।  চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, বেশ কয়েকমাস ধরেই দিলীপ রামকে হুমকি দিচ্ছিল বিজু পাসোয়ান নামে বিজেপি ঘনিষ্ঠ এক দুষ্কৃতী। বিষয়টি আগাম পুলিশকে জানালেও কোনও কাজ হয়নি বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ, বিজেপি-র সঙ্গে আর্থিক লেনদেন রয়েছে চুঁচুড়া থানার আইসি-র।

দিলীপবাবুর স্ত্রী ব্যান্ডেলের স্থানীয় পঞ্চায়েতের প্রধান। এ দিন সকালে ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাছে তরুণ ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলি লাগে তাঁর মাথার পিছনের দিকে। এর পরেই ঘটনাস্থল ছেড়ে পালায় দুই অভিযুক্ত। আহত দিলীপবাবুকে প্রথমে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় আনার পথে আহত তৃণমূল নেতার মৃত্যু হয়ঘটনার প্রতিবাদে রবিবার বারো ঘণ্টার ব্যান্ডেল বনধ এবং চব্বিশ ঘণ্টার চুঁচুড়া বনধের ডাক দিয়েছে তৃণমূল। ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ কমিশনারেট।