'দল কি তোমার না মমতা বন্দ্যোপাধ্যায়ের', ভরা সভায় অনুব্রতকে প্রশ্ন কাউন্সিলরের, দেখুন ভিডিও

  • পূর্ব বর্ধমানের গুসকরার ঘটনা
  • কর্মিসভায় অনু্ব্রতর সঙ্গে বচসা তৃণমূল কাউন্সিলরের
  • দল ছাড়তে বললেন অনুব্রত
  • পাল্টা জবাব দিয়ে রাজনীতি ত্যাগ তৃণমূল কাউন্সিলরের
/ Updated: Jun 29 2019, 02:51 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


'দলটা কি তোমার না মমতা বন্দ্যোপাধ্যায়ের?', খোদ বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেই ভরা কর্মিসভায় এমন প্রশ্ন করলেন এক তৃণমূল কাউন্সিলর। মল্লিকা চোঙদার নামে ওই তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর কথা বলায় তাঁকে দল ছাড়তে বলেন অনুব্রত। পাল্টা অনুব্রতকে এই প্রশ্ন করেন ওই কাউন্সিলর। মল্লিকাদেবীর অবশ্য দাবি, তৃণমূল ছাড়লেও অন্য কোনও দলে যোগ দেবেন না তিনি।

গুসকরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ড থেকে ১৫ বছর কাউন্সিলর নির্বাচিত হন মল্লিকাদেবী। বর্তমানে তিনি গুসকরার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুক্রবার পূর্ব বর্ধমানের বিল্বগ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মিসভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি তথা আউসগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। মল্লিকাদেবীর অভিযোগ, কয়েকদিন আগে গুসকরায় তৃণমূলের দুই কর্মী বিজেপি-র হাতে আক্রান্ত হন। কিন্তু বেশ কয়েকদিন কেটে গেলেও কোনও তৃণমূল নেতাই তাঁদের খোঁজও নিতে যাননি। বিষয়টি নিয়ে কর্মিসভায় অনুব্রতকে প্রশ্ন করতেই বচসার সূত্রপাত বলে দাবি মল্লিকাদেবীর। তার পরেই অনুব্রত তাঁকে দল ছাড়তে বলেন বলে দাবি ওই কাউন্সিলরের।