কাটমানির টাকাতেই সমাজসেবা, সালিশি সভায় দাবি তৃণমূল নেতার, দেখুন ভিডিও
- কাটমানি নিয়ে নতুন দাবি তৃণমূল নেতার
- বর্ধমানের আউশগ্রামের ঘটনা
- অভিযুক্ত নেতার নাম সুকুমার আকুর
- কাটমানির টাকায় পরোপকারের দাবি
দল চালানোর জন্য কাটমানি নেওয়া হতো। এমন কী সেই টাকাতেই গরিব পরিবারের সদস্যদের দাহ করা, হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার মতো খরচতও জোগানো হয়েছে বলে দাবি করলেন পূর্ব বর্ধমানের এক তৃণমূল নেতা। কাটমানি নেওয়ার অভিযোগে এ দিন ওই তৃণমূল নেতাকে নিয়ে আউশগ্রামের ২ নম্বর ব্লকের অধীনে ধনকোড়া গ্রামে একটি সালিশি সভা বসানো হয়। সেখানেই অভিযুক্ত নেতা স্বীকার করেন, সরকারি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পেয়েছেন, এমন ২৯ জন গ্রামবাসীর থেকে চার হাজার টাকা করে তিনি নিয়েছিলেন।
একই সঙ্গে ওই নেতার অবশ্য দাবি, দল চালাতেই তাঁর উপরের স্তরের নেতাদের নির্দেশে ওই টাকা তিনি নিতেন। এমন কী, কাটমানিতে নেওয়া টাকার থেকেই গ্রামের মানুষকে সৎকারের খরচ, অ্যাম্বুল্যান্স ভাড়া জোগানো হতো বলেও দাবি করেছেন সুকুমারবাবু। তবে মাসখানেকের মধ্যে কাটমানি হিসেবে নেওয়া সব টাকা ফেরাতে হবে অভিযুক্ত তৃণমূল নেতাকে। সালিশি সভায় এই মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন সুকুমারবাবু।