TMC Leader Raju Sahani : ২৮ কাঠা জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল রাজু সাহানি

শুধু চিটফান্ডকাণ্ডে টাকা হাতানো নয়, জমি হাতানোরও অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতা তথা হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির বিরুদ্ধে। হালিশহরের বাসিন্দা তিওয়ারি পরিবারের প্রায় ২৮ কাঠা জমি বেআইনিভাবে দখল করেছে রাজু সাহানি ও তাঁর সাঙ্গপাঙ্গরা। তেমনই অভিযোগ কিশোর তিওয়ারির। তিনি আরও বলেন তাঁর রাজু সাহানি, তার ভাই সনু সাহানি ও তাদের এক মামা তাদের জমি দখল নেওয়ার চেষ্টা করছে। কিশোর আরও বলেন তাঁকে রাজু সাহানির বাড়ি লালকুঠীতে ডেকে মারধর করা হয়েছিল। রাজু সাহানির পরিবার  আগরওয়াল পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

/ Updated: Sep 03 2022, 10:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কিশোর তিওয়ারি জানিয়েছেন তিনি ও তাঁর পরিবারের বরাবরই তৃণমূল কংগ্রেসের সমর্থক। প্রথম থেকেই তাঁরা তৃণমূলের সঙ্গে ছিলেন। জমি বাঁচানোর জন্য তাঁরা স্থানীয় তৃণমূল নেতাদের কাছেও গিয়েছিলেন কিন্তু এখনও কোনও লাভ হয়নি। তিনি আরও বলেন, নবান্ন পর্যন্ত গিয়েছিলেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার জন্য কিন্তু দেখা হয়নি। পরবর্তীকালে দেখা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এক তৃণমূল নেতা। তবে জমি বে-দখল হয়ে যাতে না যায় তারই আর্জি জানিয়েছেন কিশোর তিওয়ারি।