বাড়ি বাড়ি গিয়ে কাটমানি ফেরালেন বাঁকুড়ার তৃণমূল নেতা, দেখুন ভিডিও

  • বাঁকুড়ার কেশিয়াকোল গ্রামের ঘটনা
  • অভিযুক্ত তৃণমূল নেতা ভজহরি গড়াই
  • নির্মল বাংলা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ
  • সুদে ধার করে টাকা ফেরালেন তৃণমূল নেতা

/ Updated: Jul 08 2019, 05:26 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


টাকা চেয়ে বাড়ি এসে বিক্ষোভ দেখাতে হল না। বরং বাড়ি বাড়ি গিয়ে কাটমানির টাকা ফিরিয়ে এলেন তৃণমূল নেতাই। এমনই ঘটনা ঘটল বাঁকুড়ার কেশিয়াকোল গ্রামে। অভিযুক্ত ওই তৃণমূল নেতার নাম ভজহরি গড়াই। এ দিন সকালে রীতিমতো গ্রামবাসীদের নামের তালিকা হাতে নিয়ে বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে ৯০০ টাকা করে ফিরিয়ে দিয়ে এলেন ভজহরিবাবু। ষাটটি পরিবারের হাতে এ দিন ন' শো টাকা করে তুলে দেন ওই নেতা। 

অভিযোগ, 'নির্মল বাংলা' প্রকল্পে শৌচালয় তৈরির জন্য এলাকার মানুষের কাছ থেকে পরিবার পিছু ন' শো টাকা করে আদায় করেছিলেন ওই নেতা। কিন্তু তার বিনিময়ে কোনও রসিদ দেননি তিনি। এলাকার কিছু মানুষ শৌচালয় সরকারি অনুদানে শৌচালয় তৈরি করতে পারলেও অনেকেই সেই  সুবিধে পাননি। অভিযুক্ত তৃণমূল নেতা শৌচালয় নির্মাণের জন্য নেওয়া টাকা আত্নসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। কিছুদিন আগে ওই টাকা ফেরতের দাবিতে সরব হন এলাকার মানুষজন। তার পরেই বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরানোর সিদ্ধান্ত নেন ভজহরিবাবু। তাঁর অভিযোগ, মানুষের থেকে নেওয়া টাকা তিনি ঠিকাদারকে দিলেও তিনি ঠিকমতো কাজ করেননি। তাই সুদে টাকা ধার করে এ দিন এলাকার বাসিন্দাদের বাড়ি গিয়ে টাকা ফেরান তিনি।