পুরুলিয়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল, কটাক্ষ তৃণমূলের

ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপির জেলা কমিটি ঘোষণা হতেই পুরুলিয়ায় গোষ্ঠী কোন্দল। বিজেপির দলীয় কার্যালয়ে পড়ল তালা। গোষ্ঠী কোন্দল মানতে নারাজ বিজেপির জেলা সভাপতি। এই নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

/ Updated: Jan 29 2022, 06:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজেপির জেলা কমিটি ঘোষণা হতেই পুরুলিয়া বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।বিজেপির দলীয় কার্যালয়ে পড়ল তালা।কোন গোষ্ঠী কোন্দল নয়।কিছু মিডিয়া টি আর পি বাড়ানোর মিথ্যা খবর প্রচার করছে বলে দাবি করলেন বিজেপির জেলা সভাপতি।বিজেপির গোষ্ঠী কোন্দোল প্রকাশ্যে এসেছে।এবার পুরুলিয়ায় বিজেপি সাইন বোর্ড হয়ে যাবে বলে কটাক্ষ করলেন  তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। পুরুলিয়া বিজেপির জেলা সভাপতি বদল হতেই সভাপতি বদলের জন্য বিজেপির পাঁচ বিধায়কের সর্বভারতীয় সভাপতি জি পি নাড্ডাকে চিঠি দিয়ে জানানো নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হয়।এছাড়াও নানান বিষয় নিয়ে বঙ্গ বিজেপিতে আসন্তোসের পর, সেই আঁচ দেখা গেল পুরুলিয়াতেও l সদ্য জেলা সভাপতি পরিবর্তনের পর গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ দেখা গিয়েছিল পুরুলিয়া জেলা বিজেপিতে l গতকাল জেলা কমিটির আমূল পরিবর্তনের পর সেই গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে এলো পুরুলিয়ায়।পৌর নির্বাচনের মুখে পুরুলিয়া শহরের দুলমি নডিহায় স্থিত জেলা বিজেপি কার্যালয়ে তড়ি ঘড়ি পড়লো তালা।পরিবর্তন হয়ে গেল পুরুলিয়ার জেলা বিজেপি কার্যালয় l আজ সকাল থেকেই ওই কার্যালয়ে ঝুলছে তালা।একসমযের জমজমাট বিজেপির দলীয় কার্যালয় শুনশান।বাইরের একটি ব্যানার ছাড়া বিজেপির এই দলীয় কার্যালয়ে আর কিছুই নেই। সেখান থেকে যাবতীয় জিনিসপত্র স্থানান্তর করে নিয়ে যাওয়া হচ্ছে নিমটাড়ে স্থিত পুরোনো দলিয়ে কার্যালয়ে। ২০১৮  সালের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই পুরুলিয়া বিজেপির তৎকালীন ও বি সি মোর্চার জেলা সভাপতি বর্তমানে রাজ্য বিজেপির ও বি সি মোর্চার সহ সভাপতি সুভাষ মাহাতোর বাড়িতেই জেলা বিজেপি দলীয় কার্যালয় তৈরি হয়। যখন পুরুলিয়ায় বিজেপি একবারে শুন্য সেই সময় থেকে দুলমি-নডিহার এই দলীয় কার্যালয় থেকে বিজেপির উত্থান শুরু হয়।২০১৮ এর পঞ্চায়েত নির্বাচন থেকে ২০১৯এর লোকসভা নির্বাচন এখান থেকেই রাজনৈতিক রণকৌশল  তৈরি করেছিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচন, সাংসদ নির্বাচন তারপর বিধায়ক নির্বাচন, একের পর এক বিজেপির সাফল্য উঠে এসেছিল এই কার্যালয় থেকেই l কিন্তু এবার ঠিক পৌর নির্বাচনের মুখেই সেই দলীয়  কার্যালয়ে তালা ঝুলতে থাকায় অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব  l ঘটনায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকন্দল আসছে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বর l যদিও প্রকাশ্যে সেই গোষ্ঠীকন্দল  মানতে নারাজ বিজেপি নেতৃত্ব l তাঁদের দাবি, আগাম পরিকল্পনা মতো কার্যালয়টি নডিহা থেকে নিমটাড়ে স্থানন্তর করা হয়েছে।তবে এই গোটা ঘটনাকে ঘিরে বিজেপি দলে অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য l পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া জানান। পুরুলিয়ায় বিজেপির গোষ্ঠী কোন্দল অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে কিছুদিন আগে আমরা শুনেছি বিজেপির পুরুলিয়ার বিধায়করা জেলা সভাপতির বিরুদ্ধে চিঠি দিয়ে জানিয়েছেন। এরপরে জেলা কমিটি ঘোষণা হওয়ার পর অফিস বন্ধ হয়ে গেছে।বিজেপির গোষ্ঠী দ্বন্দ প্রকাশ্যে এসে গেছেম পুরুলিয়া জেলায় বিজেপির মাটি শেষ হয়ে গেছে।কিছুদিন পর পুরুলিয়ায় বিজেপির আর কোন অফিস থাকবেনা। পুরুলিয়ায় বিজেপি পার্টিটা সাইন বোর্ড হয়ে যাবে।