Asianet News BanglaAsianet News Bangla

রাসের তালে কোমর দোলালেন দিব্য়েন্দু, নাচের ভিডিও ভাইরাল

Nov 14, 2019, 11:50 AM IST

রাস উৎসবে কীর্তনের তালে নাচলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। ইতিমধ্য়েই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। নন্দীগ্রামে রাস উৎসব কমিটির উদ্যোগে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে রাস উৎসবের উদ্বোধনে গিয়ে মহিলা ভক্তদের সঙ্গে নাচে তাল মেলালেন সাংসদ, গাইলেন কীর্তন। সাংসদের এই নাচ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অতীতে কীর্তনের তালে নাচতে দেখে গেছে তৃণমূলের সাংসদ তথা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। এবার সেই ধারা বজায় রাখলেন, সাংসদের ভাই। দলের তরফে বলা হয়েছে, রাস উৎসবে সাধারণ মানুষের সঙ্গে সাংসদ মিশে যেতে চেয়েছেন বলেই নাচে তাল মেলাতে দেখা গেছে তাঁকে। এর মধ্য়ে বিতর্কের কিছু খোঁজা মুর্খামি ছাড়া কিছু নয়।

Video Top Stories