পদ্মকে ম্লান করে কালিয়াগঞ্জে ফুটল ঘাসফুল, কাজে এল না বাম-কংগ্রেসের জোট
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শেষপর্যন্ট জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। শেষপর্যন্ত ২৩০৪ ভোটে জয় ছিনিয়ে নেন তৃণমূল প্রার্থী তপন দেব সিনহা।
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শেষপর্যন্ট জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ পলিটেকনিক কলেজে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। শেষপর্যন্ত ২৩০৪ ভোটে জয় ছিনিয়ে নেন তৃণমূল প্রার্থী তপন দেব সিনহা।
সকাল থেকে টানটান উত্তেজনার পরে শেষে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংহ ২৩০৪ ভোটে জেতেন। ১০ রাউন্ডের এই গননায় প্রথম ৩ রাউন্ড বিজেপি এগিয়ে থাকলেও তার পরের রাউন্ড গুলিতে পালা করে একবার বিজেপি ও একবার তৃণমূল এগিয়ে যেতে থাকে । শেষ ৩ রাউন্ডে অল্প অল্প লীড নিয়ে শেষ হাসি হাসে জোড়া ফুল। ফল আন্দাজ করতে পেরেই গণনা শেষ হওয়ার আগেই বিজেপি ও জোট প্রার্থী ভোটকেন্দ্র ছেড়ে বেড়িয়ে যান।
গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপি প্রায় ৫৭ হাজার ভোটে লিড পেয়েছিলেন। সেই লিড ছাপিয়ে তৃণমূল জিতে প্রথম বার এই বিধানসভার দখল নিলো।এই জয়ের পেছনে টিম পি কে'র স্ট্র্যাটেজিকে অন্যতম কারণ বলে মনে করছেন তৃণমূল প্রার্থী।