তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখিয়ে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সিপিআইএম প্রার্থীর

কামারহাটিতে ভয়ে গৃহবন্দি সিপিআইএম প্রার্থী। তৃণমূলের ভয়ে প্রচারে বেরোতে পারছে না বলে অভিযোগ। সিপিআইএম প্রার্থীর দাবি তাঁকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ শোনার পর তাঁর বাড়িতে ছুটে যান মদন মিত্র। নির্ভয়ে প্রচারে করার আশ্বাস দিয়েছেন মদন মিত্র।
 

/ Updated: Feb 20 2022, 12:54 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগামী ২৭ ফেব্রুয়ারি রয়েছে ১০৮ টি পুরনিগমে ভোট। এই ভোটের দিকেই তাকিয়ে এখন বাংলার মানুষ। জোর কদমে চলছে শেষ মুহূর্তের ভোটের প্রচার। ২৭ ফেব্রুয়ারি ভোট রয়েছে কামারহাটিতেও। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনলেন সিপিআইএম প্রার্থী আসলাম আলি। কামারহাটিতে ভয়ে গৃহবন্দি সিপিআইএম প্রার্থী। তৃণমূলের ভয়ে প্রচারে বেরোতে পারছে না বলে অভিযোগ তাঁর। সিপিআইএম প্রার্থীর দাবি তাঁকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে রয়েছে তাঁর পরিবারের সদস্যরা। তিনি অবশ্য এদিন জানান তিনি ভয় পাননা কাউকে তবে তাঁর পরিবারের সদস্যরা ভয়ে রয়েছেন। সেই সঙ্গে কীভাবে ভোটের দিন ভোট হবে সেটাই এখন তার কাছে বড় প্রশ্ন। অভিযোগ শোনার পর তাঁর বাড়িতে ছুটে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। নির্ভয়ে প্রচারে করার আশ্বাস দিয়েছেন মদন মিত্র। তবে মদন মিত্রকে কাছে পেয়ে এবং পাশে পেয়ে খুশি সিপিআইএম প্রার্থী' তথা শিক্ষক আসলাম আলি। 

Read more Articles on