Diwali 2021: পরিবেশ দূষণ রোধ করতে এবার দীপাবলিতে ফাটানো যাবে শুধুই পরিবেশ বান্ধব বাজি

পরিবেশ দূষণ (Pollution) রোধ করতে এবার দীপাবলিতে ফাটানো যাবে শুধুই পরিবেশ বান্ধব বাজি। পশ্চিমবঙ্গে শুধু পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা যাবে, জানিয়ে দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অন্যসব ধরনের বাজিতে জারি নিষেধাজ্ঞা। কালীপুজোয় মাত্র ২ ঘন্টার জন্য ফাটানো যাবে বাজি। কালীপুজোয় (Diwali) কেবল পরিবেশবান্ধব বাজি ব্যবহার করা যাবে। কালীপুজোয় রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত দু'ঘন্টা ফাটানো যাবে বাজি। ছট পুজোয়ও দু'ঘন্টা ফাটানো যাবে বাজি। সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত ফাটানো যাবে বাজি। বড়দিনে (Christmas) বাজি ফাটানো যাবে মাত্র ৩৫ মিনিট। নিউ ইয়ারেও ৩৫ মিনিট বাজি ফাটানো যাবে। এই দু'দিন রাত ১১ টা ৫৫ মিনিট থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ফাটানো যাবে বাজি। পরিবেশ দূষণের কথা ভেবে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

/ Updated: Oct 27 2021, 09:40 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পরিবেশ দূষণ (Pollution) রোধ করতে এবার দীপাবলিতে ফাটানো যাবে শুধুই পরিবেশ বান্ধব বাজি। পশ্চিমবঙ্গে শুধু পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা যাবে, জানিয়ে দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অন্যসব ধরনের বাজিতে জারি নিষেধাজ্ঞা। কালীপুজোয় মাত্র ২ ঘন্টার জন্য ফাটানো যাবে বাজি। কালীপুজোয় (Diwali) কেবল পরিবেশবান্ধব বাজি ব্যবহার করা যাবে। কালীপুজোয় রাত ৮টা থেকে ১০ টা পর্যন্ত দু'ঘন্টা ফাটানো যাবে বাজি। ছট পুজোয়ও দু'ঘন্টা ফাটানো যাবে বাজি। সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত ফাটানো যাবে বাজি। বড়দিনে (Christmas) বাজি ফাটানো যাবে মাত্র ৩৫ মিনিট। নিউ ইয়ারেও ৩৫ মিনিট বাজি ফাটানো যাবে। এই দু'দিন রাত ১১ টা ৫৫ মিনিট থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ফাটানো যাবে বাজি। পরিবেশ দূষণের কথা ভেবে এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

Read more Articles on