আগামীকাল পুলিশ দিবস, পুলিশদের জন্য একগুচ্ছ ঘোষনা মমতার

আগামীকাল পুলিশ দিবস, নবান্ন সাংবাদিক সম্মেলনে পুলিশদের জন্য একগুচ্ছ ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

/ Updated: Aug 31 2022, 10:24 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগামীকাল রাজ্য জুড়ে পালন হবে পুলিশ দিবস | আজ নবান্ন সাংবাদিক সম্মেলনে পুলিশদের জন্য একগুচ্ছ ঘোষনা মমতার | 'পুলিশ কনস্টেবল প্রবেশিকা পরীক্ষার বয়স সীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হল'- মমতা | 'সিভিক ভলান্টিয়ার ও অন্যান্য ভলান্টিয়ারদের প্রমোশনের ও বয়স বাড়িয়ে ২৭ থেকে ৩৫ করা হল '- মমতা | যারা পুলিশের গাড়ি চালায় তাদেরও মাইনে বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এদিন | এছাড়াও পুলিশদের জন্য ইউনিফর্ম এলাউন্স ও চালুর কথা  ঘোষণা করেন মুখ্যমন্ত্রী |