উত্তাল সমু্দ্রে বিপদে মদ্যপ যুবক, দিঘায় বাঁচালেন নুলিয়ারা, দেখুন ভিডিও
- দিঘার সমুদ্রে ঝুঁকি নিয়ে স্নান
- কলকাতার যুবককে বাঁচালেন নুলিয়ারা
একে ভরা পূর্ণিমার কোটালে সমুদ্র উত্তাল। তার উপরে উৎসবের মরশুমে সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়। এরই মাঝে প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রে প্রায় তলিয়ে যাওয়া এক পর্যটককে বাঁচালেন নুলিয়ারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দিঘা বেড়াতে এসেছিলেন কলকাতার টালিগঞ্জ এলাকার সাত বন্ধু। নিউ দিঘায় এক বেসরকারি হোটেলে ওঠেন তাঁরা। রবিবার দুপুরে দিঘার ক্ষণিকা ঘাটে মদ্যপ অবস্থায় ওই যুবকরা সমুদ্রে স্নান করতে নামেন বলে অভিযোগ। তাঁদের মধ্যেই এক যুবক উত্তাল সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। বিষয়টি সমু্দ্রের পাড়ে কর্তব্যরত নুলিয়াদের নজরে আসতেই ততক্ষনাৎ তাঁরা জলে ঝাঁপ দিয়ে ওই যুবককে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। উদ্ধার হওয়া পর্যটকের নাম রঞ্জিত গুপ্ত।
প্রশাসন এবং নুলিয়াদের অভিযোগ, বার বার নিষেধ করা সত্ত্বেও একশ্রেণির পর্যটক বার বার মদ্যপ অবস্থায় সমুদ্রে নামছেন। আর তাতেই ঘটছে বিপদ।