সুন্দরবনে হঠাৎই বাঘের দেখা, পর্যটকদের ক্যামেরাবন্দি ভিডিও

সুন্দরবন মানেই ডাঙায় বাঘ আর জলে কুমির। সুন্দরবনে ঘুরতে গিয়েই বাঘের দেখা পেলেন পর্যটকরা। দোলে সুন্দরবনে গিয়েছিলেন একদল পর্যটক। ১২ জনের একটি দল গিয়েছিলেন সুন্দরবনে। ঝিলার জঙ্গলের চিলমারি খাঁড়িতে দেখা যায় বাঘটিকে। সেখানে বাঘটিকে জঙ্গলে ঢুকে যেতে দেখা যায়।
 

/ Updated: Mar 21 2022, 07:00 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সুন্দরবন (Sundarban) মানেই ডাঙায় বাঘ আর জলে কুমির। সুন্দরবনে ঘুরতে গিয়েই বাঘের দেখা পেলেন পর্যটকরা। দোলে সুন্দরবনে গিয়েছিলেন একদল পর্যটক। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিষ্ণুপুর ২ থেকে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে পর্যটকদের একটি দল সুন্দরবনে যায়। ১২ জনের একটি দল গিয়েছিলেন সুন্দরবনে। ঝিলার জঙ্গলের চিলমারি খাঁড়িতে দেখা যায় বাঘটিকে (tiger)। সেখানে বাঘটিকে জঙ্গলে ঢুকে যেতে দেখা যায়। এক জঙ্গল থেকে বেরিয়ে অন্য জঙ্গলে ঢুকতে দেখা যায় বাঘটিকে। জানা গিয়েছে ১৮ তারিখের আগে ১৭ তারিখেও একটি বাঘকে দেখা যায়। পর্যটকরা বাঘটিকে দেখতে পান। পর পর দু'দিন বাঘ দেখে খুশি পর্যটকরা। প্রথমে বাঘটি চিলমারির জঙ্গলের একটি খাঁড়িতে বেশ কিছুক্ষণ বসে ছিল পরে খাঁড়ি পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। নদীতে ভ্রমণের সময় পর্যটকরা সেই দৃশ্য দেখে নিজেদের মোবাইল ফোনেই তা ক্যামেরাবন্দি করেন।