Jawad update: চোখ রাঙাচ্ছে জাওয়াদ, সমুদ্র যেতে জারি নিষেধাজ্ঞা

দিঘা সহ পূর্ব মেদিনীপুরে জারি ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় প্রচার। শুক্রবারে দেখা গেল সেই একই ছবি। শনিবার সকাল থেকে ঝড়ের প্রভাব পড়তে পারে।

/ Updated: Dec 04 2021, 11:45 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আমফান ও ইয়াসের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দিঘা সহ পূর্ব মেদিনীপুর। তার মাঝেই আরও এক ঘূর্ণিঝড়। এবার ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে আগাম সতর্কবার্তা জারি করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই দিঘা ও সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে লাগাতার প্রচার চালিয়ে মানুষকে সতর্ক করে দেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাজী জানিয়েছেন, “আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকে ঝড়ের ইমপ্যাক্ট আসতে চলেছে। তার ফল স্বরূপ শুক্রবার বিকেল থেকে সোমবার পর্যন্ত জেলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তাই এই সময় পর্যন্ত দিঘা ও পার্শ্ববর্তী এলাকার সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধাজ্ঞা জারী করে মাইক প্রচার চালানো হচ্ছে”। তিনি আরও জানান, “এরই পাশাপাশি গভীর সমূদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলার, বোট ও নৌকোগুলোকে ফিরে আসার জন্য সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজরদারী চালানো হচ্ছে। এরই পাশাপাশি ঝড় বৃষ্টিতে চাষের যাতে ক্ষতি না হয়ে যায় সেই কারনে জমিতে থাকা রবি শস্য দ্রুত তুলে নেওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। এছাড়াও পান বরোজ, সবজি চাষের জমিগুলিতে যাতে জল না জমে যায় তার জন্য কৃষকদের আগাম সতর্ক করে দেওয়া হচ্ছে”। জেলা শাসক জানান, “আমফান ও ইয়াসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে জেলার প্রতিটি ব্লক ও পুরসভাগুলিতে মোটর চালিত করাত, দড়ি, গামবুট, হেলমেট, টর্চ লাইট প্রভৃতি বিপর্যয় মোকাবিলা সামগ্রী আগাম বিতরণ করে দেওয়া হয়েছে। ঝড়ে গাছ পড়লে তা দ্রুত সরিয়ে ফেলা সম্ভব হবে। সেই সঙ্গে জেলার সমূদ্র ও নদী তীরবর্তী এলাকাগুলিতে থাকা সমস্ত আইলা সেন্টারগুলিকে তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে” বলে জানিয়েছেন তিনি।