শিলিগুড়ি জংশনের কাছে ফের লাইনচ্যুত টয়ট্রেন, এর ফলে বিপাকে পরে যাত্রীরা
এদিন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি, কিন্তু গয়াবাড়ির কাছে যেতেই ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায় |
এদিন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন হয়ে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি, কিন্তু গয়াবাড়ির কাছে যেতেই ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায় | দীর্ঘক্ষণ ওই টয়ট্রেনটি লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে, এতে বিপাকে পরে যাত্রীরা | রিকভারি ভ্যান গিয়ে ফের ইঞ্জিনটিকে লাইনে তোলে তারপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল | তবে এই নিয়ে মরশুমের দ্বিতীয়বার লাইনচ্যুত হল টয়ট্রেন | যার ফলে ডিএইচআরয়ের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে |