বাংলাদেশ থেকে ভারতে নারী পাচার, পুলিশের জালে ৮ পাচারকারী

নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে বাংলাদেশ থেকে ভারতে পাচার। নাবালিকাকে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ। এই ঘটনায় সোনারপুর সহ একাধিক জায়গা থেকে গ্রেফতার ৮। ৭ ফেব্রুয়ারি পুলিশের আস্থা অ্যাপে সাহায্য চায় এক নাবালিকা। পুলিশ গিয়ে উদ্ধার করে নাবালিকাকে।

/ Updated: Mar 12 2022, 08:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোনারপুর ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২ মহিলাসহ গ্রেফতার মোট ৮ জন। বাংলাদেশ থেকে এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে বেআইনিভাবে বর্ডার পার করিয়ে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ. সেই ঘটনারই পর্দা ফাঁস করল ডায়মন হারবার জেলা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং স্কোয়ার্ড। ৭ ফেব্রুয়ারি পুলিশের আস্থা নামে একটি অ্যাপ এ এক নাবালিকা সাহায্য চেয়ে একটি মেসেজ পাঠায়। পরবর্তীকালে পুলিশ জানতে পারে বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে এই নাবালিকাকে তার প্রেমিক  অন্য এক তরুণের হাতে তুলে দেয় সেখান থেকে বর্ডার পার করিয়ে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটি যৌনপল্লীতে তাকে বিক্রি করে দেয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা তদন্তে নেমে বর্ডার সংলগ্ন এলাকার এক মহিলা ও মহিষাদলের যৌনপল্লীর এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।  পরবর্তীকালে আরও ছয়জনকে সোনারপুর  ও অন্যান্য জায়গা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি  সোনারপুরের বাসিন্দারা প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা  বেআইনিভাবে ভোটার কার্ড তৈরি করে এ রাজ্যে জমাদার সেজে থাকছিলো তাদেরকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের পেছনে আরও কারা কারা রয়েছে তারি তদন্তে ডায়মন হারবার জেলা পুলিশ।