Asianet News BanglaAsianet News Bangla

বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন

Jul 5, 2021, 2:05 PM IST

বর্ধমান স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত আপ হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ প্রথম বগিটি লাইনচ্যুত হয়। প্রথম বগিটি গার্ড ও লাগেজের জন্য সংরক্ষিত থাকায় হতাহতের কোনও খবর নেই। যেহেতু বর্ধমান স্টেশনে ঢোকার মুখে ঘটনাটি ঘটেছে তাই গাড়ির  গতিবেগও অনেকটাই কম ছিল। বড়সড় দুর্ঘটনা না ঘটলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের তরফে বগিটি লাইন থেকে তোলার কাজ শুরু হয়। 

Video Top Stories