ভিস্টাডোম ছোটার আগে আদিবাসী নৃত্য, রেলগাড়ি চলতেই চোখের সামনে এক অন্য পৃথিবী, দেখুন সেই ভিডিও

প্রথম দিনেই কোচ ফুল, ডুয়ার্সে যাত্রা শুরু করল 'ভিস্টাডোম'। অবশেষে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করল বহু প্রতীক্ষিত 'ভিস্তাডোম'। শনিবার সকালেই নিউ জলপাইগুড়ি থেকে অলিপুরদুয়ারের উদ্দেশে শুরু হয় যাত্রা। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা সহ বহু বিশিষ্ট জনেরা। সবার উপস্থিতিতেই যাত্রা শুরু করল ভিস্টাডোম টুরিস্ট স্পেশাল।  ভিস্টাডোম ছোটার আগে আদিবাসী নৃত্য। যাত্রাশুরুর প্রথম দিনে এক অন্য প্রাপ্তি হল পর্যটকদের। বলা যেতেই পারে এই বিশেষ কোচটি পুজোর আগে ভ্রমণ পিপাসুদের  জন্য বিশেষ উপহার ভারতীয় রেলের।

/ Updated: Aug 28 2021, 08:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রথম দিনেই কোচ ফুল, ডুয়ার্সে যাত্রা শুরু করল 'ভিস্টাডোম'। অবশেষে পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করল বহু প্রতীক্ষিত 'ভিস্তাডোম'। শনিবার সকালেই নিউ জলপাইগুড়ি থেকে অলিপুরদুয়ারের উদ্দেশে শুরু হয় যাত্রা। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা সহ বহু বিশিষ্ট জনেরা। সবার উপস্থিতিতেই যাত্রা শুরু করল ভিস্টাডোম টুরিস্ট স্পেশাল।  ভিস্টাডোম ছোটার আগে আদিবাসী নৃত্য। যাত্রাশুরুর প্রথম দিনে এক অন্য প্রাপ্তি হল পর্যটকদের। বলা যেতেই পারে এই বিশেষ কোচটি পুজোর আগে ভ্রমণ পিপাসুদের  জন্য বিশেষ উপহার ভারতীয় রেলের।