মৃতদেহ সৎকারের খরচের টাকা থেকেও কাটমানি দাবী তৃণমূলের, টাকা না পেয়ে খাবার নষ্টের অভিযোগ
মৃতদেহ সৎকারের টাকাতেও চায় কাটমানি। সেই টাকা না পেয়ে লোকজন নিয়ে এসে খাবার নষ্ট করে দিয়ে যায় তৃণমূল
এবার মৃতদেহ সৎকারের খরচের টাকা থেকেও কাটমানি দাবী তৃণমূলের | টাকা না পেয়ে খাবার নষ্ট করে দিয়ে যায় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | বীরভূমের রামপুরহাট থানার পাইকপাড়া গ্রামের ঘটনা | বুধবার রাতে সেফ আলী মিঞা নামে এক যুবক দীর্ঘদিন রোগভোগের পর মারা যান | গ্রামের কিছু মানুষ চাঁদা তুলে আত্মীয় স্বজনদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করেন | আর সেখানে ফারুক মিঞা দলবল নিয়ে এসে মারধর শুরু করে, খাবার নষ্ট করে দেয় বলে অভিযোগ | খবর পেয়ে ওই গ্রামে যায় রামপুরহাট থানার পুলিশ