সরকারি নয়নজুলি ভরাট করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ
মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায় রাজ্য সড়কের ধারে একটি সরকারি জলাশয় রয়েছে | জলাশয় মাটি দিয়ে ভরাট করে তার উপরে অবৈধ নির্মাণ শুরু করেছিল আনোয়ার আলী নামে এক তৃণমূল নেতা | এই কাজে বাধা দেন এলাকারই তৃণমূলের কর্মী সমর্থকরা | তখনই তৃণমূলের দুই কর্মী সমর্থক গোষ্ঠী প্রকাশ্য সংঘর্ষে জড়িয়ে পড়ে
মালদার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায় রাজ্য সড়কের ধারে একটি সরকারি জলাশয় রয়েছে | জলাশয় মাটি দিয়ে ভরাট করে তার উপরে অবৈধ নির্মাণ শুরু করেছিল আনোয়ার আলী নামে এক তৃণমূল নেতা | এই কাজে বাধা দেন এলাকারই তৃণমূলের কর্মী সমর্থকরা |তখনই তৃণমূলের দুই কর্মী সমর্থক গোষ্ঠী প্রকাশ্য সংঘর্ষে জড়িয়ে পড়ে | অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী | পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ মাটি ভরাটের কাজও বন্ধ করেছে, বন্ধ করা হয়েছে অবৈধ নির্মাণ | এই ঘটনার তীব্র কটাক্ষ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব|দলের কেউ হোক না কেন, অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না সাফাই তৃণমূল নেতৃত্বের। গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল- বিজেপির রাজনৈতিক বাক বিতন্ডা।