জল খাচ্ছে তুলসী গাছ, ভাইরাল ভিডিওকে ঘিরে শোরগোল উত্তরবঙ্গে

 

  • তুলসী গাছও নাকি জল খাচ্ছে
  • উত্তরবঙ্গে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এমনই ভিডিও
  •  'তুলসী গাছকে জল পান' করানোর হিড়িক পড়ে গিয়েছে জলপাইগুড়িতে
  • ভিডিও-টিকে ভুয়ো বলে দাবি করেছেন সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব
/ Updated: Nov 07 2019, 05:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতায় দুধ খেয়েছিল গণেশ, আর উত্তরবঙ্গে এখন জল খাচ্ছে তুলসী গাছ! ভাইরাল ভিডিও-কে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অবাক করা সেই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।  জলপাইগুড়ি শহর লাগোয়া গ্রামীণ এলাকায় 'তুলসী গাছকে জল পান' করানোর হিড়িক পড়ে গিয়েছে। ভিডিওটিকে স্পষ্ট দেখা যাচ্ছে, তুলসী গাছের সামনে জলভরা বাটি ধরে রয়েছেন এক মহিলা। আর অন্য় মহিলারা উলুধ্বনি দিচ্ছেন! কিন্তু বাটির জল কী কমছে? তুলসী গাছ কি সত্যিই জল খাচ্ছে? ভিডিও-কে দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। কিন্তু তাতে কি! সাধারণ মানুষ তো ঘটনাটিকে সত্যি বলেই ধরে নিচ্ছেন। অনেকে আবার বলছেন, এসব নাকি ভগবানের লীলা!  ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর অঞ্চলের দক্ষিণ বড়ুয়া পাড়া গ্রামে।  তবে ভাইরাল ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করেছে জলপাইগুড়ির সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব।  বস্তুত, ভুয়ো খবর ছড়ানোর প্রতিবাদে পথে নেমেছেন ক্লাবের সদস্যরা। ক্লাবের কোষাধ্যক্ষ গৌতম ঘোষের সাফ কথা, গাছ দল খায়, একথা ঠিক। তবে গাছে শিকড় মাটি থেকে জল শোষণ করে, পাতা নয়।