ডোঙ্গারিয়া বুড়ুল রোডের বিশালক্ষীতলার রাস্তা অবরোধ, বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

দক্ষিণ ২৪ পরগনার বজবজ-২ ব্লকের নোদাখালি থানার বুড়ুল উচ্চমাধ্যমিক হাইস্কুল। স্কুলের স্বর্ণ জয়ন্তী বর্ষ  উপলক্ষে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু হয় বচসা। 

Share this Video

দক্ষিণ ২৪ পরগনার বজবজ-২ ব্লকের নোদাখালি থানার বুড়ুল উচ্চমাধ্যমিক হাইস্কুল। স্কুলের স্বর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু হয় বচসা। বিদ্যালয়ের দুই শিক্ষক ও স্কুল কমিটি সদস্যদের মধ্যে শুরু হয় সমস্যা। যার ফলে স্কুলের শিক্ষক ইনচার্জ রতনলাল হালদার ও সহ শিক্ষক সুপ্রিয় রায়-কে অন্যত্র স্থান্তরিত করা হয়। এমনটাই দাবি করেছে স্কুল পড়ুয়ারা। তারই প্রতিবাদে ডোঙ্গারিয়া বুড়ুল রোডের বিশালক্ষীতলার রাস্তা অবরোধ করে বিক্ষোভ জানায় তারা। তাদের দাবি যতদিন না তাদের স্কুলের দুই শিক্ষক আবারও স্কুলে ফিরে আসবে, ততদিন আন্দলোন চলবে ও ক্লাস বন্ধ থাকবে।

Related Video