সরকারি ভবন ভেঙে মৃত্যু দুই শ্রমিকের, ১২ ঘন্টার চেষ্টায় মিলল দেহ

  • অবশেষে উদ্ধার হল দুই শ্রমিকের দেহ  
  • ১২ ঘন্টার উদ্ধারকার্য চালানোর পর মিলল দেহ
  • সরকারি ভবন আচমকা ভেঙে পড়াতেই ঘটে বিপত্তি 
  • সিভিল ডিফেন্স ও এনডিআরএফ টিম -এর চেষ্টায় উদ্ধার হয় দেহ

/ Updated: Aug 19 2020, 04:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মেদিনীপুর জেলার কেরানিতলা এলাকার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। ব্রিটিশ আমলের এই বিল্ডিং সারাইয়ের কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই। কাজের সুবিধার কারণে পাশে একটি নতুন ভবনও তৈরি করা হয়েছিল। নতুন ভবনে কাজের সমস্ত জিনিস সড়িয়ে নিয়ে গিয়ে সেখানেই দফতরের সমস্ত কাজ চলছিল। পুরোনো বিল্ডিংয়ের কাজ চলাকালীন বেলা দুটোর সময় হাঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে বিল্ডিংটি। মোট কুড়ি জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। আচমকা বিল্ডিং ভেঙে পড়ায় ভেতরে আঁটকা পড়েন অনেকেই। পরে তাদের উদ্ধার করা গেলেও খোঁজ মিলছিল না দু'জন শ্রমিকের। গভীর রাতে সিভিল ডিফেন্স ও এনডিআরএফ টিম এসে উদ্ধারকার্য শুরু করলে ভোর চারটে নাগাদ দুই শ্রমিকের দেহ মেলে। পরে তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই শ্রমিক শুভদীপ প্রামানিক (৪০) ও রাম সরেন (২২) গড়বেতার ধাদিকা এলাকার বাসিন্দা ছিলেন।