জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ, ব্রিজ ভাঙার মুহূর্তের রুদ্ধশ্বাস ভিডিও ক্যামেরাবন্দি

নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে (Heavy rainfall)। টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। আর এই বর্ষার প্রবল জলের তোড়ে ঘটল বিপত্তি। জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজের অংশ (Bridge collapse)। ইলামবাজারে নির্মীয়মাণ সেতুর কিছুটা অংশ ভেঙে পড়ে। অজয় নদের (Ajay river) উপর এই সেতুর নির্মাণ কাজ চলছিল। বর্ষায় প্রবল জলের তোড়েই ভেঙে পড়ে সেতুটি। দীর্ঘদিন ধরেই এই ব্রিজটি নির্মানের কাজ চলছিল। আচমকাই এদিন ব্রিজটির কিছুটা অংশ ভেঙে পড়ে। ব্রিজ ভাঙার মুহূর্তের ভিডিও ক্যামরবন্দি। 

Share this Video

নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে (Heavy rainfall)। টানা বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক এলাকা। আর এই বর্ষার প্রবল জলের তোড়ে ঘটল বিপত্তি। জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজের অংশ (Bridge collapse)। ইলামবাজারে নির্মীয়মাণ সেতুর কিছুটা অংশ ভেঙে পড়ে। অজয় নদের (Ajay river) উপর এই সেতুর নির্মাণ কাজ চলছিল। বর্ষায় প্রবল জলের তোড়েই ভেঙে পড়ে সেতুটি। দীর্ঘদিন ধরেই এই ব্রিজটি নির্মানের কাজ চলছিল। আচমকাই এদিন ব্রিজটির কিছুটা অংশ ভেঙে পড়ে। ব্রিজ ভাঙার মুহূর্তের ভিডিও ক্যামরবন্দি। 

Related Video