Asianet News BanglaAsianet News Bangla

পর্যাপ্ত টিকার যোগান নেই, বারাসাত হাসপাতালে দু'দিনের জন্য বন্ধ করোনা টিকাকরণ

  • প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
  • করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও জোগান নেই টিকার
  • দু'দিনের জন্য টিকাকরণ বন্ধ হল বারাসাত হাসপাতালে
  • ১৪ এবং ১৫ এপ্রিল টিকাকরণ বন্ধ থাকবে সেখানে
     
Apr 14, 2021, 3:52 PM IST

দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রবণতা বাড়ছে। করোনা সংক্রমণ বাড়লেও পর্যাপ্ত জোগান নেই করোনা ভ্যাকসিনের, বারাসাত হাসপাতালে ভ্যাকসিন পরিষেবা বন্ধের নোটিস। এমনই তথ্য উঠে এল আবারও। ১৪ এপ্রিল এবং ১৫ এপ্রিল সেখানে বন্ধ পরিষেবা। হাসপাতাল সুপার জানালেন কোভিশিল্ড থাকলেও কোভ্যাক্সিন নেই পর্যাপ্ত পরিমাণ। তবে খুব শীঘ্রই ভ্যাক্সিন মিলবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।