উত্তাল সমুদ্রে ডুবতে বসেছে ট্রলার, ১১ মৎস্যজীবীকে উদ্ধারের হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে

বঙ্গে ফের নিম্নচাপের সতর্কতা জারি। মৎস্যজীবীদের উদ্দেশে আগাম সতর্ক বার্তা জারি হয়। শনিবার গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয় মৎস্যজীবীদের। সমুদ্রে মাইকিংও শুরু হয় কোস্টগার্ডদের। গভীর সমুদ্রে গিয়ে বিপাকে পড়ে একটি ট্রলার। সতর্কবার্তা পেয়ে ফেরার পথে বিকল হয়ে যায় ট্রলারটির ইঞ্জিন। দিঘা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ঘটে এই ঘটনা। ১১ জন মৎস্যজীবী ওই ট্রলারে আটকে পড়ে। খবর পেয়ে মৎস্যজীবীদের দ্রুত উদ্ধারে নামে কোস্টগার্ডরা। দীর্ঘক্ষণের চেষ্টায় ১১ জন মৎস্যজীবীকেই উদ্ধার করা হয়।
 

/ Updated: Sep 13 2021, 11:29 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বঙ্গে ফের নিম্নচাপের সতর্কতা জারি। মৎস্যজীবীদের উদ্দেশে আগাম সতর্ক বার্তা জারি হয়। শনিবার গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয় মৎস্যজীবীদের। সমুদ্রে মাইকিংও শুরু হয় কোস্টগার্ডদের। গভীর সমুদ্রে গিয়ে বিপাকে পড়ে একটি ট্রলার। সতর্কবার্তা পেয়ে ফেরার পথে বিকল হয়ে যায় ট্রলারটির ইঞ্জিন। দিঘা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ঘটে এই ঘটনা। ১১ জন মৎস্যজীবী ওই ট্রলারে আটকে পড়ে। খবর পেয়ে মৎস্যজীবীদের দ্রুত উদ্ধারে নামে কোস্টগার্ডরা। দীর্ঘক্ষণের চেষ্টায় ১১ জন মৎস্যজীবীকেই উদ্ধার করা হয়।