Viral video: হাই টেনশন টাওয়ারের মাথায় ব্যক্তি, নামাতে গিয়ে নাজেহাল পুলিশ-দমকল বাহিনী

হাই টেনশন টাওয়ারের (Tower) মাথায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর থানার জোরাডি গ্রামের ঘটনা। সোমবার বিকেলে টাওয়ারের মাথায় চাপে ওই ব্য়ক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (police) ও দমকল বাহিনী (Firebrigade)। পুলিশ এবং দমকলেরও চেষ্টাতেও ওই ব্যক্তিতে নীচে নামানো যায়নি। সারা রাত টাওয়ারেই কাটায় ওই ব্যক্তি। পরে মঙ্গলবার টাওয়ার থেকে নিজেই নীচে নেমে আসে ওই ব্যক্তি। সোমবার হাইটেনশন টাওয়ারে উঠে পড়েন   অমরনাথ মুর্মু নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে  পুরুলিয়ার রঘুনাথপুর থানার জোরাডী গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ ,দমকল বিভাগের কর্মী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা নাগাদ মানসিক ভারসাম্যহীন অমরনাথ মুর্মু  হটাৎই উঠে পড়েন হাইটেনশন টাওয়ারে। সারা রাত সেখানেই কাটান তিনি। পরে পুলিশ, দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং গ্রামবাসীদের শত চেষ্টার পরেও কোনো মতেই অমর নাথকে টাওয়ার থেকে নামানো যায়নি। মঙ্গলবার তিনি নিজেই হাই টেনশন টাওয়ার থেকে নীচে নেমে আসেন। অমর নাথের মা সোহাগী মূর্মু জানান, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। 

Share this Video

হাই টেনশন টাওয়ারের (Tower) মাথায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর থানার জোরাডি গ্রামের ঘটনা। সোমবার বিকেলে টাওয়ারের মাথায় চাপে ওই ব্য়ক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (police) ও দমকল বাহিনী (Firebrigade)। পুলিশ এবং দমকলেরও চেষ্টাতেও ওই ব্যক্তিতে নীচে নামানো যায়নি। সারা রাত টাওয়ারেই কাটায় ওই ব্যক্তি। পরে মঙ্গলবার টাওয়ার থেকে নিজেই নীচে নেমে আসে ওই ব্যক্তি। সোমবার হাইটেনশন টাওয়ারে উঠে পড়েন অমরনাথ মুর্মু নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুর থানার জোরাডী গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথপুর থানার পুলিশ ,দমকল বিভাগের কর্মী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা নাগাদ মানসিক ভারসাম্যহীন অমরনাথ মুর্মু হটাৎই উঠে পড়েন হাইটেনশন টাওয়ারে। সারা রাত সেখানেই কাটান তিনি। পরে পুলিশ, দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং গ্রামবাসীদের শত চেষ্টার পরেও কোনো মতেই অমর নাথকে টাওয়ার থেকে নামানো যায়নি। মঙ্গলবার তিনি নিজেই হাই টেনশন টাওয়ার থেকে নীচে নেমে আসেন। অমর নাথের মা সোহাগী মূর্মু জানান, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। 

Related Video