জামালপুরে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন, সোশ্যাল মিডিয়ায় ক্যামেলিয়ানের ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল

গায়ের রঙ ঠিক যেন কচি কলা পাতা। পূর্ব বর্ধমানের জামালপুরে উদ্ধার হল বিরল প্রজাতির ক্যামেলিয়ন। এই ক্যামেলিয়ান আসলে গিরগিটি। জামালপুরে এই বিরল প্রজাতির ক্যামেলিয়ান দেখে হতবাক সকলে। জামালপুর থানার এক পুলিশ আধিকারিক অনিশ কুমার দাস -এর হাতে দেখা গেল ক্যামেলিয়নটিকে। সোশ্যাল মিডিয়ায় ক্যামেলিয়ানের  ভিডিওটি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। 

/ Updated: Aug 23 2021, 07:53 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গায়ের রঙ ঠিক যেন কচি কলা পাতা। পূর্ব বর্ধমানের জামালপুরে উদ্ধার হল বিরল প্রজাতির ক্যামেলিয়ন। এই ক্যামেলিয়ান আসলে গিরগিটি। জামালপুরে এই বিরল প্রজাতির ক্যামেলিয়ান দেখে হতবাক সকলে। জামালপুর থানার এক পুলিশ আধিকারিক অনিশ কুমার দাস -এর হাতে দেখা গেল ক্যামেলিয়নটিকে। সোশ্যাল মিডিয়ায় ক্যামেলিয়ানের  ভিডিওটি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।