মনসা পুজোর বিসর্জনে আগ্নেয়াস্ত্র তুলে হুমকি, বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা

বন্দুক তুলে তৃণমূল জেলা সভাধিপতির হুমকি। ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। পুরুলিয়ার পুঞ্চা থানার লাখড়া গ্রামের ঘটনা। সূত্রের খবর, মনসা পুজোর বিসর্জনের সময় এমনটা হয়। সাংবাদিক সম্মেলন এই ঘটনারই কারণ জানালেন তিনি। প্রথমে অবশ্য এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি তিনি। সাংবাদিক বৈঠকে করেন তিনি জানান, মনসা পুজোর দিন তিনটে গাড়ি করে ৮টি প্রতিমা বিসর্জন ছিল, যেখানে ডিজের ওপর উঠেছিল কয়েকজন। ফলে বিদ্যুতস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। বড় দুর্ঘটনা এড়াতেই বন্দুক হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল জেলা সভাধিপতি। এই ঘটনা নিয়ে তবে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।
 

/ Updated: Aug 21 2021, 11:15 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বন্দুক তুলে তৃণমূল জেলা সভাধিপতির হুমকি। ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। পুরুলিয়ার পুঞ্চা থানার লাখড়া গ্রামের ঘটনা। সূত্রের খবর, মনসা পুজোর বিসর্জনের সময় এমনটা হয়। সাংবাদিক সম্মেলন এই ঘটনারই কারণ জানালেন তিনি। প্রথমে অবশ্য এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি তিনি। সাংবাদিক বৈঠকে করেন তিনি জানান, মনসা পুজোর দিন তিনটে গাড়ি করে ৮টি প্রতিমা বিসর্জন ছিল, যেখানে ডিজের ওপর উঠেছিল কয়েকজন। ফলে বিদ্যুতস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। বড় দুর্ঘটনা এড়াতেই বন্দুক হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল জেলা সভাধিপতি। এই ঘটনা নিয়ে তবে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।