Asianet News BanglaAsianet News Bangla

নববধূকে মানতে নারাজ, ছেলের বাড়িতে ভাঙচুর করল মেয়ের পরিবার, ভিডিও ভাইরাল

Apr 27, 2021, 8:55 PM IST

ছ'মাস আগে বাড়িতে না জানিয়ে হয়েছিল বিয়ে। বাড়ি অমতেই বিয়ে করেছিল টিঙ্কু ও চাঁদমনি। ২৪ এপ্রিল শ্বশুরবাড়িতে যায় নববধূ। সেখানেই তাঁকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। এই ঘটনায় দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। নববধূর পরিবার ছেলের বাড়িতে ভাঙচুরও চালায়। রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামের ঘটনা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Video Top Stories