আবারও থানায় ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি, ভাইরাল হল সেই ভিডিও
- বারবার দাঙ্গবাজ হিসেবে তৃণমূলের নাম উঠে এসেছে
- এবার আরও একবার দাদাগিরি করতে দেখা দেখা গেল এক তৃণমূল নেতাকা
- থানায় ঢুকে রীতিমতন ভাঙচূড় করতে দেখা গেল তাঁকে
- সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে এই ভিডিও
আবারও থানায় ঢুকে তৃণমূল নেতার দাদাগিরি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে। উত্তর হাওড়ার তৃণমূল সভাপতিকে সেখানে দেখা গিয়েছে। গোলাবাড়ি থানায় তাঁকে দেখা গিয়েছে চেয়ার উল্টে ফেলে দিতে। এর আগে এমনই ঘটনা ঘটেছিল অক্টোবর মাসে। সেই সময় বিজেপির একটি সভায় হামলা চালায় তৃণমূল। সেখানে তাদের গ্রেফতার করে পুলিশ। ওই তৃণমূল নেতাদের ছাড়াতে যান অন্য এক তৃণমূল নেতা। সেখানে গিয়েই মেজাজ হারান তিনি। এখন তাই নিয়েই একরকম শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা বিষয় নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সাহা। তাঁর বক্তব্য এই ধরনের ঘটনা নতুন নয়, আগেও ঘটেছে এমন ঘটনা। তাই মানুষ পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়েছে। পুলিশ তৃণমূল নেতা বা কর্মী হলে চুপ করে থাকে আর বিজেপি কর্মী বা নেতা হলে মিথ্যে মামলা সাজায় বলে তাঁর অভিযোগ। এখানে গণতন্ত্রের অভাব রয়েছে। অন্যদিকে গোটা বিষয় নিয়ে গৌতম চৌধুরি বলেন, তৃণমূল দলে কর্মীরাই আমাদের সম্পদ, মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা পোড়ানোর প্রতিবাদ করায় সেদিন গ্রেফতার করা হয়েছিল বেশ কয়েকজনকে। তাঁদের ছাড়াতে গিয়েই অশান্তি হয়। ভবিষ্যতে এরকম ঘটনা উত্তর হাওড়ায় ঘটলে আবারো অশান্তি হবে।