সোনারপুরের অনাথ আশ্রমে বিরাট, এইচআইভি আক্রান্ত শিশুদের আপন করে নিলেন কোহলি, দেখুন ভিডিও

  • সোনারপুরের অনাথ আশ্রমে বিরাট কোহলি
  • পিঙ্ক টেস্টের আগে এইচআইভি আক্রান্ত শিশুদের সঙ্গে সময় কাটালেন
  • ইডেনে খেলা দেখতে যাওয়ার আমন্ত্রণ জানালেন বিরাট
/ Updated: Nov 20 2019, 03:49 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতায় পিঙ্ক টেস্ট খেলতে এসে এইচআইভি আক্রান্ত অনাথ শিশুদের সঙ্গে সময় কাটালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এ দিন সকালে দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুরে আপনজন আনন্দঘর বলে একটি অনাথ আশ্রমে যান বিরাট। সেখানে একটি বিজ্ঞাপনের শ্যুটিং সারেন তিনি। শ্যুটিংয়ের মাঝেই ওই অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটান ভারত অধিনায়ক। তাদের হাতে তুলে দেন উপহার। প্রায় পাঁচ ঘণ্টা শিশুদের সঙ্গে থাকেন বিরাট। শিশুদের সঙ্গে প্রাতরাশও সারেন বিরাট। তাদের হাতে তুলে দেন উপহার। আশ্রম কর্তৃপক্ষের দেওয়া উপহারও শিশুদের হাত থেকে নেন বিরাট। উপহার হিসেবে বিরাটের হাতে তুলে দেওয়া হয় ২৫৪টি গোলাপ দিয়ে তৈরি ফুলের তোড়া, বাংলার চা, চানাচুর, মা দুর্গার ছবি। শিশুদের কাছে ডেকে নিয়ে ছবিও তোলেন ভারত অধিনায়ক। এইচআইভি আক্রান্ত ওই শিশুরা বিরাটকে কথা দেয়, ঠিকমতো ওষুধ খাবে তারা। 

অনাথ আশ্রমটির প্রতিাষ্ঠাতা অঞ্জন ঘোষ জানান, শুক্রবার ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা পিঙ্ক টেস্টের শুরুতে খেলোয়াড়দের হাত ধরে মাঠে নিয়ে যাবে ওই অনাথ আশ্রমের আবাসিকরা। জাতীয় সংগীতের সময়ও অংশ নেবে তারা। তিনি জানান, বিরাটের বাইশ গজের লড়াই দেখে নিজেদের জীবন সংগ্রামে অনুপ্রাণিত হয় ওই শিশুরা।