করোনা সতর্কতায় করোনা হেলমেট, এই অভিনব তাক লাগাচ্ছে সকলকে
- করোনা আবহে এখনও অনেকেই মাস্ক পরছেন না
- আর সেই সমস্ত মানুষদের সতর্ক করতেই এবার নয়া উদ্যোগ
- পুরুলিয়ার এক ব্যক্তির মাথায় দেখা গেল করোনা হেলমেট
- যা তাক লাগাবে সকলকেই
করোনা আবহে এখনও অনেকেই মাস্ক পরছেন না। আর সেই সমস্ত মানুষদের সতর্ক করতেই এবার নয়া উদ্যোগ। পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার অজয় কর্মকার নামে এক ব্যক্তির অভিনব উদ্যোগে দেখে তাক লেগে যাবে অনেকেরই। নিজের মোটর সাইকেলের জন্য ব্যবহৃত কোরোনা আকৃতির হেলমেট পরে মুখে মাস্ক লাগিয়ে রেল শহর আদ্রার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনা সংক্রমণ থেকে দূরে থাকার জন্য মানুষকে সচেতন করছেন তিনি। প্রতিদিনই চলছে তার এই কর্মসূচি। ব্যাক্তিগত ভাবে তার এই উদ্যোগ নিয়ে অজয় কর্মকার বলেন, 'করোনা বিধির কথা মাথায় রাখুন।করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে এবং নিজের জীবনের সুরক্ষার স্বার্থে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা পাশাপাশি সরকারের গাইডলাইন অনুযায়ী করোনা বিধি মেনে চলা একান্ত প্রয়োজন।' তাই হেলমেট এর উপর এই দৃশ্যটি ফুটিয়ে তুলেছি। এর ফলে কিছুটা হলেও মানুষেরা সতর্ক হবে। আর সেই কারণেই এই নতুন ধরনের হেলমেট তৈরি করে মানুষকে সতর্ক করছেন তিনি।