বিজ্ঞাপনের নামে গাছের বুকে ক্ষত, রুখতে পথে নামল 'আকাশ', দেখুন ভিডিও

গাছের গায়ে পেরেক দিয়ে হোর্ডিং বা পোষ্টার লাগানো দেখলেই ওদের কষ্ট হয়। প্রতীক, সৌরভ, পৌলমীরা সদ্য কলেজ পাশ করেছেন। তারপরই 'আকাশ' নামে একটি সংগঠন খুলেছেন তাঁরা। 'আকাশ'-এর উদ্দেশ্য পরিবেশ রক্ষা করা, সমাজের জন্য ভালো কিছু করা। তাই সকাল হলেই তাঁরা দল বেঁধে বেরিয়ে পড়ছেন রাস্তায়। গাছের গায়ে পেরেক দিয়ে কোনও হোর্ডিং লাগানো দেখলেই তৎক্ষণাৎ তা খুলে দিচ্ছেন এবং সেগুলি নির্দিষ্ট জায়গায় ফেলে দিচ্ছেন। পূর্ব বর্ধমানের জামালপুর এলাকা দিয়েই কাজ শুরু করেছেন ওঁরা।

/ Updated: Sep 12 2019, 10:23 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গাছের গায়ে পেরেক দিয়ে হোর্ডিং বা পোষ্টার লাগানো দেখলেই ওদের কষ্ট হয়। প্রতীক, সৌরভ, পৌলমীরা সদ্য কলেজ পাশ করেছেন। তারপরই 'আকাশ' নামে একটি সংগঠন খুলেছেন তাঁরা। 'আকাশ'-এর উদ্দেশ্য পরিবেশ রক্ষা করা, সমাজের জন্য ভালো কিছু করা। তাই সকাল হলেই তাঁরা দল বেঁধে বেরিয়ে পড়ছেন রাস্তায়। গাছের গায়ে পেরেক দিয়ে কোনও হোর্ডিং লাগানো দেখলেই তৎক্ষণাৎ তা খুলে দিচ্ছেন এবং সেগুলি নির্দিষ্ট জায়গায় ফেলে দিচ্ছেন। পূর্ব বর্ধমানের জামালপুর এলাকা দিয়েই কাজ শুরু করেছেন ওঁরা। শুধু নিজেরাই নয়, এলাকার মানুষও যাতে এই কাজে সামিল হন, তার জন্য সচেতনতা বৃদ্ধিতে ব্যানার নিয়ে ঘুরছেন। তবে এরপর জেলার বাইরেও এই কাজকে পৌঁছে দিতে চান ওঁরা। প্রকৃতি নিয়ে সচেতনতা বাড়াতে তাঁদের স্লোগান -

'গাছের বুকে আর ক্ষত না, এটাই এখন লক্ষ্য।
দুহাতে আকাশ সরিয়ে বিষ, আগলে রাখবে বৃক্ষ।'