ভুটান পাহাড় থেকে আসছে জল ও কাদামাটি , রাস্তা না ডোবা বোঝা দায় !
ভুটান সীমান্ত জয়ঁগা এলাকায় প্রধান সড়ক ডোবাতে রূপান্তরিত হয়েছে | লাগাতার বৃষ্টিতে ভুটান পাহাড় থেকে নেমে আসা কাদামাটি জমা হয়েছে এই এলাকায় |
ভুটান সীমান্ত জয়ঁগা এলাকায় প্রধান সড়ক ডোবাতে রূপান্তরিত হয়েছে | লাগাতার বৃষ্টিতে ভুটান পাহাড় থেকে নেমে আসা কাদামাটি জমা হয়েছে এই এলাকায় | সড়কে প্রায় এক হাটু কাদামাটি পরিপূর্ণ | প্রশাসনের পক্ষ থেকে জে সি বি দিয়ে কাদামাটি সড়ক থেকে সরানোর কাজ চলছে কিন্ত কিছু লাভ হচ্ছেনা | অনবরত ভুটান পাহাড় থেকে জল ও কাদামাটি এসে জমা হচ্ছে সড়কে | প্রায় ৫০০ মিটার সড়ক কাদামাটিতে পরিপূর্ণ |